ইয়েমেনের সানা বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হাউছিরা

author-image
Harmeet
New Update
ইয়েমেনের সানা বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হাউছিরা

নিজস্ব সংবাদদাতাঃ ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হাউছিরা। সোমবার  এক ভিডিও ক্লিপে দেখা গেছে, ইরান সমর্থিত হাউছি সেনারা সানার বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।

ওই ভিডিও ক্লিপে দেখা গেছে যে কিভাবে হাউছি যোদ্ধারা বিমানবন্দরের হ্যাঙ্গারকে (বিমান রাখার স্থান) সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। বিদেশী গবেষকদের পরামর্শ অনুসারে এ বিমানবন্দরে বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে।

এছাড়া হাউছিরা বিভিন্ন আকাশ প্রতিরক্ষা বিষয়ক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এ সানা বিমানবন্দরে। সানা বিমানবন্দরে জাতিসঙ্ঘের বিভিন্ন বিমানের অবতরণ ও উড্ডয়নের সময় হাউছিরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতার বিষয়ে নিশ্চিত হয়। তারা চলমান বিমানকে টার্গেট হিসেবে কল্পনা করে এবং তা কিভাবে ধ্বংস করা হবে তার পরীক্ষা-নিরীক্ষা চালায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকির বরাত দিয়ে  এসব তথ্য প্রকাশ করেছে।