নিজস্ব সংবাদদাতাঃ অনেক নারীই শারীরিক মিলনের ক্ষেত্রে জ্বালাপোড়া এবং ব্যথা অনুভব করেন। আর তার কারণ হলো কোনও ধরনের পেলভিক সার্জারি। বিশেষ করে সন্তান জন্ম দেয়ার পড়ে ৪৫ শতাংশ নারীই পোস্ট পারটাম ডিসপারেউনিয়া সমস্যায় ভুগে থাকেন। এর প্রভাব পড়ে দাম্পত্য জীবনে।