/anm-bengali/media/post_banners/aGfpM8NBwODjewqanTLI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গিগোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির একজন খ্যাতিমান সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিকের নাম আবদি আজিজ মোহামুদ গুলেদ। মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় শনিবার তিনি বোমা হামলার শিকার হন।
এই বোমা হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।
নিহত সাংবাদিক আবদি আজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন রেডিও মোগাদিসুর পরিচালক। বোমা হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমালি ন্যাশনাল টেলিভিশনের পরিচালক ও গাড়িচালকও এ ঘটনায় আহত হয়েছেন।
আবদি আজিজের চাচাতো ভাই আবদুল্লাহি নূর বলেন, আমার চাচাতো ভাই আবদি আজিজকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর পরই তার ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।
হামলাকারী রেস্তোরাঁর কাছে একটি গাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us