New Update
/anm-bengali/media/post_banners/zavfcQYQNe5NpJwObFVb.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ কয়লা কান্ডে ফের লালা ঘনিষ্ঠ 4 জনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়। মহামান্য আদালত চারজনকে জামিন দেয় , আদালত সূত্রে জানা যায় জয়দেব মণ্ডল , নারান নান্দা , গুরুপদ মাজি , নিরোদ মণ্ডল কে ৫৬ দিন পরে জামিন দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us