New Update
/anm-bengali/media/post_banners/zjh66mV2LZQHD7r2G9FK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে 'টক অফ দ্য টাউন' পরিচালক অনির্বাণ ভট্টাচার্য । সৌজন্যে, তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ ওয়েব সিরিজ 'মন্দার'। শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' সর্বকালের সেরা ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। আর সেটাই নিজের পরিচালনায় হাতেখড়ির বিষয় হিসাবে বেছে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 'ম্যাকবেথ'-র রূপান্তর 'মন্দার'-র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই প্রত্যাশা বেড়েছিল দর্শকদের। থিয়েটারের জাত অভিনেতাদের অভিনয় দক্ষতা যেমন 'মন্দার'-কে অনেকটা এগিয়ে দিয়েছে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us