প্রিয়াঙ্কা চোপড়ার ও নিক জোনাসের বিচ্ছেদ গুজব বলে ওড়ালেন মধু চোপড়া

author-image
Harmeet
New Update
প্রিয়াঙ্কা চোপড়ার ও  নিক জোনাসের  বিচ্ছেদ গুজব  বলে ওড়ালেন মধু চোপড়া

নিজস্ব সংবাদদাতাঃ মধু চোপড়া  নিক ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের রটনাকে গুজব বলে ওড়ালেন প্রিয়াঙ্কা চোপড়ার মা।  তিনি জানান, ''সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তা দিয়ে ব্যক্তিগত জীবন কখনোই তুলনা করা উচিৎ নয়। প্রিয়াঙ্কা- নিকের বিচ্ছেদের খবর ভিত্তিহীন।'' তিনি প্রিয়াঙ্কার ভক্তদের গুজবে কান না দিতে অনুরোধ করেন।

 প্রসঙ্গত, সম্প্রতি দিওয়ালির সময় প্রিয়াঙ্কা ও নিক নিজেদের বাড়িতে শিফট হয়েছেন।