New Update
/anm-bengali/media/post_banners/xvbUxN9mnJbGQpQeQ5VJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেজে গিয়েছে ডার্বির দামামা। কেরালার থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর গোটা দলকে বিশ্রাম দিয়েছিলেন হাবাস। কিন্তু সোমবার থেকেই প্রস্ততি নেওয়া শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে ডার্বি খেলার সময় নিজেদের খেলায় বদল আনছে মোহনবাগান দল। মোহনবাগানের ফুটবলার প্রীতম বলেন, "এবার আমাদের খেলায় বদল এসেছে। পিছন থেকে আক্রমণ করছি। আক্রমণই এবারে আমাদের মূল মন্ত্র। এক গোলের পাল্টা চারগোল করতে পারি আমরা। ডিফেন্স নিয়ে কোনো চিন্তা নেই। কেরল ম্যাচে যে ভুল করেছি ইস্টবেঙ্গল ম্যাচে তা হবে না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us