দেদার অবৈধ নির্মাণের অভিযোগ

author-image
Harmeet
New Update
দেদার অবৈধ নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুমে ছুটির সুযোগ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই নির্মীয়মাণ বাড়িতে তৈরি করে ফেলা হয়েছে অতিরিক্ত তল। পুরসভা সূত্রের খবর, তা নিয়ে অভিযোগও জমা পড়েছে। সে সব খতিয়ে দেখে ইতিমধ্যেই কাজ বন্ধের নোটিস দিয়েছে পুরসভা। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম সম্প্রতি অবৈধ নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, ‘‘ঘটনাটি সত্যি। আমরা আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’’ পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক বলেন, ‘‘পুজোর আগে যে হারে শহরে অবৈধ নির্মাণ হচ্ছিল, পুজোর পরে সেই সংখ্যা তুলনায় খানিকটা কমেছে ঠিকই। তবে অবৈধ নির্মাণ বন্ধ হয়েছে, তা বলা যাবে না। মূল রাস্তায় না হয়ে অবৈধ নির্মাণ হচ্ছে অলিগলিতে, বস্তি এলাকায়। খবর পেলেই আমরা কাজ বন্ধের নোটিস পাঠাচ্ছি।’’