জোড়া টিকার পরে কি লাগবে বুস্টার ডোজ?

author-image
Harmeet
New Update
জোড়া টিকার পরে কি লাগবে বুস্টার ডোজ?

নিজস্ব সংবাদদাতাঃ  দেশজুড়ে কমছে করোনা সংক্রমণ। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা স্বস্তি দিচ্ছে, তেমনই অস্বস্তি বাড়াচ্ছে অন্য একটা সংখ্যা। যা হল দ্বিতীয় ডোজ নিতে অনিচ্ছুকদের। টিকাগ্রহীতার সংখ্যা হোক বা পর্যাপ্ত ভ্যাকসিন, রয়েছে সবই। কিন্তু তাও যেভাবে অনেকেই ভিন্ন কারণের জেরে জোড়া ডোজ সম্পূর্ণ করছেন না, তাতে বাড়ছে আশঙ্কা। সঙ্গে ক্রমশ সামনে আসছে মারণ ভাইরাসের একাধিক প্রকারভেদ । এই অবস্থায় অনেকের মনেই আশঙ্কা জোড়া টিকা  নেওয়ার পর এবার কি লাগবে বুস্টার ডোজও? চলতে থাকা ধাঁধা কাটালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান চিকিৎসক বলরাম ভার্গব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, করোনা রুখতে জোড়া টিকার পরেও বুস্টার ডোজ নিতে হবে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা এখনও পর্যন্ত নেই।