New Update
/anm-bengali/media/post_banners/qrXnyZ29XZOj1vo1leuN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কোচ মানোলো মারকিউইজ নিজের দল হায়াদ্রাবাদ এফসি-র স্কোয়াডের সঙ্গে অন্য কোনো দলের তুলনা আনতে চাননা। তিনি নিজের দলকে নিয়ে এইবারে বেশী আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আমাদের পজিটিভ থাকতে হবে। নিজেদের অন্যবারের খেলার সঙ্গে তুলনা করলে চলবে না। প্রত্যেকটা দলের নিজের মতো করে আইএসএল জেতার অধিকার আছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us