New Update
/anm-bengali/media/post_banners/K69DvvsbFGqwmghjytRd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই কঠিন প্রতিদ্বন্দ্বী বেনফিকারের মুখোমুখি হতে হবে জাভির দলকে। তার উপর দলের বেশীরভাগ খেলোয়াড়রা এখন আহত। এই সংকটের সময় জাভির পাশে এসে দাঁড়াল বার্সেলোনার প্রাক্তনীরা। প্রাক্তন অধিনায়ক কার্লেস পুয়োল বলেছেন, " অতীতে ফুটবলার হিসেবে বার্সার খারাপ সময় অতিক্রম করার অভিজ্ঞতা রয়েছে জাভির। একটা সময় কোনো ট্রফি ছিল না আমাদের। কিন্তু তার পরে সব জিততে শুরু করি। তাই জাভির জানা আছে এই ধরনের পরিস্থিতে কীভাবে সাফল্য ছিনিয়ে আনতে হয়। তবে তার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে ওকে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us