নিজস্ব সংবাদদাতাঃ অনেক সময় বহু চেষ্টা সত্ত্বেও অর্থাভাব কাটিয়ে ওঠা যায় না। বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে, যার ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়। বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো উচিত। মনে করা হয় তুলসী গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। নিয়ম মেনে তুলসী পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন। দ্বিতীয়ত বাড়ির উত্তর দিকে ধাতুর কচ্ছপ রাখা শুভ। এই কচ্ছপের মুখ বাড়ির ভিতরে রাখবেন। এর প্রভাবে পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হয়। এছাড়াও বাস্তু অনুযায়ী বাড়িতে ধাতুর মাছ রাখাও শুভ। এর প্রভাবে সমস্যা তো দূর হবেই, পাশাপাশি অর্থের আগমনও ঘটবে।