New Update
/anm-bengali/media/post_banners/i0mQ7Son6N8n6LdSpDe5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইডেনে শেষ ম্যাচ কিউয়িদের থেকে ছিনিয়ে নেয় ভারত। ম্যাচের ফলাফল গোটা ভারতবর্ষের মন জয় করে নিয়েছে। কিন্তু নিভৃতে অশ্বিন যে কাজটা করল কলকাতা ছাড়ার আগে তা শুনলে অনেকেরই মন ভালো হয়ে যাবে। ম্যাচের শেষে ইডেন গার্ডেনস ছাড়ার সময় নিজের প্যাড দুটো সিএবি-র এক কর্মীর হাতে তুলে দিয়ে তিনি জানান, অভাবী কোনো উঠতি ক্রিকেটারকে সেগুলো দিয়ে দিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us