New Update
/anm-bengali/media/post_banners/sjJnGhmm1utgKA0WDp9p.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডার্বি নিয়ে দুই দলের কোচের মতামত একেবারে দুই মেরুতে। হাবাস ডার্বি নিয়ে এখনও ভাবা শুরু করেননি। তাঁর আসল লক্ষ্য ফুটবলারদের শারীরিক দিক থেকে চাঙ্গা রাখা। সেখানে দিয়াজ ডার্বি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। তিনি বলেন, " ডার্বি কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। আমরা এবার ডার্বি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us