গঙ্গাজল ছিটিয়ে বিজেপির পার্টি অফিস শুদ্ধিকরণ

author-image
Harmeet
New Update
গঙ্গাজল ছিটিয়ে বিজেপির পার্টি অফিস শুদ্ধিকরণ

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার আঁচ এবার কলকাতায়। ৬ নম্বর মুরলীধর সেন রোডের  বিজেপির রাজ্য অফিসে মমতা-অভিষেকের ছবি লাগিয়ে বিক্ষোভ তৃণমূলের। পাল্টা পতাকা হাতে হাজির বিজেপি কর্মীরাও। বিজেপির রাজ্য অফিসে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। পাল্টা বিজেপির তরফেও শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হচ্ছে। বিজেপি নেতারা জানিয়েছেন, তৃণমূল কর্মীদের পা পড়ায়, তাঁদের রাজ্য দফতর অপবিত্র হয়েছে। তাই শুদ্ধিকরণের প্রয়োজন। তাই জন্য রাজ্য দফতরের সামনে চলে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ। বিজেপি নেতাদের বক্তব্য, “ত্রিপুরার বিষয় ত্রিপুরাতে। এখানে কেন তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন? ” সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই দফতরে পৌঁছবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সজল ঘোষের বক্তব্য, “ছোটোলোকের দলের থেকে ভদ্রতা আশা করাটাই অপরাধ। ছোটোরা ছোটো কাজই করবে।"