সায়নিকে গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলে মিছিল যুব তৃণমূলের

author-image
Harmeet
New Update
সায়নিকে গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলে মিছিল যুব তৃণমূলের

রাহুল পাসওয়ান, আসানসোলঃ রবিবার সন্ধ্যায় আসানসোলের জিটি রোডে তৃণমূল কার্যালয় থেকে মিছিল বের করেন যুব তৃণমূল কর্মীরা।পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ত্রিপুরায় একটি ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে মিথ্যা খুনের মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে আসানসোলের হাটন রোড মোড়ে প্রতিবাদ সভাও করা হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য মানস দাস ছাড়াও ববিতা দাস, প্রমোদ সিং, শিবানন্দ ঠাকুর, বিশ্বরূপ গাঙ্গুলি প্রমুখেরা। এই মিছিল আসানসোল বাজার তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে হাট রোড মোড় পর্যন্ত যায় সেখানে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখায় তৃণমূল নেত্রী এবং নেতারা।  তারপরে ববিতা দাস কী বললেন আসুন শুনি-