New Update
/anm-bengali/media/post_banners/Jygxi7RHV95PUBQXuNqT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে একটি ৬ এবং দু'টি চার মারেন চাহার। মিলনের এই ওভারে মোট ১৯ রান নেন তিনি। ভারতকে নির্দিষ্ট ২০ ওভারে ১৮৪ রানে পৌঁছে দেন চাহার। ৭ উইকেট হারিয়ে এই রান করে ভারত। নিউজিল্যান্ডের এই ম্যাচের অধিনায়ক মিচেল স্যান্টনার একাই ৩ উইকেট নিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us