নিজস্ব সংবাদদাতাঃ ১০০ কোটি টিকাকরণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত। তবে তারপর থেকেই একাধিক রাজ্যে কমেছে টিকাকরণের গতি। যে রাজ্যগুলিতে টিকাকরণের হার কম, তাদের নিয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সূত্রের তথ্য অনুযায়ী, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরী-এর মতো রাজ্যগুলিতে টিকাকরণের হার বেশ কম।