New Update
/anm-bengali/media/post_banners/RNKR7Kvq3IWGlwiOxt6C.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘অন্তিম: দ্য ফাইনাস ট্রুথ’এর নতুন গান। যেখানে সলমনকে পুলিশের উর্দিতে হাতে বন্দুক নিয়ে দেখা গেছে। পরপর অ্যাকশন দৃশ্য উঠে এসেছে গানে। এরপরই অভিনেতাকে ভাঙড়া নাচতে দেখা গেছে নতুন মুক্তি প্রাপ্ত গানে। একটি দৃশ্যে উর্দি খুলে বডি শো-অফ করছেন অভিনেতা। সেই দৃশ্যেই আয়ুষের সঙ্গে জোরদার লড়াই করতে দেখা যায় সলমনকে। চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মহেশ মঞ্জেরেকর পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সলমন খান। রয়েছেন অভিনেতার ভগ্নিপত আয়ুষ শর্মাও। ছবিতে আয়ুষের বিপরীতে দেখা যাবে মহিমা মাকওয়ানা-কে। একজন শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সলমনকে। অন্যদিকে, আয়ুষ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us