হরি ঘোষ,আসানসোলঃ দুর্গাপুরের নঈম নগরের বাসিন্দা পারভেজ আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বালি কারবারের সাথে যুক্ত। সম্প্রতি অন্ডাল থানায় বালি চুরির অভিযোগ দায়ের হয় পারভেজ আলম সিদ্দিকীর নামে। তারপর থেকেই ফেরার পারভেজ আলম সিদ্দিকী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর গোয়েন্দা বিভাগ, বিহারের মোজাফফরপুর থেকে ১৪দিন আগে গ্রেপ্তার করে তাকে। তারপর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আপাতত দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।