এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস

author-image
Harmeet
New Update
এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস

নিজস্ব সংবাদদাতাঃ বহু দিন পর পুরনো ছন্দে ফিরেছে রাজ্যের স্কুলগুলি। দীর্ঘদিন পর আসতে পেরে খুশি পড়ুয়ারা। গত ১৬ নভেম্বর, মঙ্গলবার থেকে নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গিয়েছে স্কুলের দরজা। করোনাবিধি মেনেই চালু হয়েছে ক্লাস। দিন, মাস, বছর ঘুরে শেষমেশ খুলছে স্কুল। করোনাক্লিষ্ট ঘরবন্দি পড়ুয়ারা ফের পা রেখেছে শিক্ষাঙ্গণে। আপাতত শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। এরইমধ্যে জানানো হয়েছে যে, এবার থেকে প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস হবে। দশম ও দ্বাদশের ক্লাস হবে সোমবার-বুধবার ও শুক্রবার। নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিতে। শনিবার কোনও ক্লাস নয়। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত থাকছে ক্লাসের সময়সীমা