নিয়মিত মদ্যপানে কি ওজন বাড়তে পারে?

author-image
Harmeet
New Update
নিয়মিত মদ্যপানে কি ওজন বাড়তে পারে?



নিজস্ব সংবাদদাতাঃ কেউ বলেন, মদ্যপান করলেই নানা অসুস্থতা দেখা দেবে। কেউ বলেন, কাজের ক্ষমতা কমে যাবে। কিন্তু যে কথাটি সবচেয়ে বেশি শোনা যায়, তা হল ওজন বৃদ্ধি নিয়ে। অনেকেই বলেন, মদ্যপান করলে বাড়তে পারে ওজন। কম পরিমাণে মদ্যপান করলে ওজন বাড়ার সমস্যা তেমন হয় না বলেই বক্তব্য পুষ্টিবিদদের। এমনকি, তা ওজন কমার পথে বাধা হয়েও দাঁড়ায় না। যা হতে পারে নিয়মিত মদ্যপান করলে, তা হল পেট ফেঁপে যাওয়ার সমস্যা। পেটে বায়ুও জমতে পারে।