আকাশে মেঘ, ফের ঊর্ধ্বমুখী পারদ

author-image
Harmeet
New Update
আকাশে মেঘ, ফের ঊর্ধ্বমুখী পারদ

নিজস্ব সংবাদদাতাঃ  নভেম্বরের শুরুতে বেশ ভালই শিরশিরে আবহাওয়ার অনুভব হচ্ছিল। মনে হয়েছিল, এবার বুঝি শীতটা একটু তাড়াতাড়িই চলে এল। কিন্তু ভুল ভাঙল দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে। আবারও অস্বস্তি। বিশেষ করে বাইরে বের হলে রীতিমতো ঘাম দিচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। একটানা জলীয় বাষ্প ঢুকছে। আকাশ মেঘে ঢাকতেই কোপ ঠান্ডা আমেজে। রবিবার ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। উচ্চচাপের প্রভাবে হালকা বৃষ্টিও হতে পারে বঙ্গে। তবে সে সম্ভাবনা যে খুব জোরাল এমন নয়। বরং আশার খবর, মঙ্গলবার উচ্চচাপের ফাঁড়া কাটলে বুধবারের পর ফিরবে ঠান্ডা আমেজ। এমনও হতে পারে, আগামী সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পারে।