বিরাট রেকর্ড ভাঙার সুযোগ দেবে ইডেন-ই

author-image
Harmeet
New Update
বিরাট রেকর্ড ভাঙার সুযোগ দেবে ইডেন-ই



নিজস্ব সংবাদদাতাঃ ইডেনের বুকে আজ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। রোহিতের অধীনে পর পর জয় এসেছে ভারতীয় দলের। এই মুহূর্তে ভারতীয় দলে সবচেয়ে বেশি রানের অধিকারী বিরাট কোহলি। কিন্তু এই রেকর্ড ভেঙে দেওয়া থেকে রোহিত শর্মা আর কয়েক রান দূরে। ইডেনের বুকে আজ যদি ৮৭ রান হিটম্যান তুলতে পারে তাহলে বিরাটের রেকর্ডকে ভেঙে দিতে পারে এক ধাক্কায় হিটম্যান।