লকডাউনের প্রতিবাদ, উতপ্ত নেদারল্যান্ডস

author-image
Harmeet
New Update
লকডাউনের প্রতিবাদ, উতপ্ত নেদারল্যান্ডস


নিজস্ব সংবাদদাতাঃ করোনা ফের ঊর্ধ্বমুখী হওয়াতে আবারও কড়াকড়ি শুরু হয়েছে ইউরোপের একাধিক শহরে। বিশেষ করে নেদারল্যান্ডসের বেশ কিছু শহরে এই করোনা নিয়ে কড়াকড়ি মেনে নিচ্ছেন না সেখানকার নাগরিকরা। প্রায় লকডাউনের মতো যে কড়াকড়ি জারি করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার আম জনতার একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মীরা।