নিজস্ব সংবাদদাতাঃ করোনার চিকিৎসায় আরও একটি ট্যাবলেটের পরীক্ষামূলক গবেষণা শুরু হয়েছে সারা বিশ্বে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যের সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। ওই হাসপাতালে বেশ কয়েক জন করোনা আক্রান্তের উপরে ইতিমধ্যেই ওষুধটি প্রয়োগ করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অ্যান্টিভাইরাল ওই ওষুধটির নাম ‘প্যাক্সলোভিড’। কয়েক দিন আগে অন্য আরও একটি অ্যান্টিভাইরাল ট্যাবলেট ‘মলনুপিরাভির’-এর গবেষণাও হয়েছে এন আর এস-সহ দু’টি বেসরকারি হাসপাতালে।