New Update
/anm-bengali/media/post_banners/mcriRbe731smhhpSPIQw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যেসব মহিলার ক্ষেত্রে এই মাসিক চক্রের সময়টা একটু ছোট, তাদের কিন্তু একটা চান্স থেকেই যায়। ব্যাপারটা তা হলে খুলেই বলি!
ধরুন, আপনার মাসিক চক্রটি ২১-২৪ দিনের। অন্যদের তুলনায় একটু জলদিই আপনার পিরিয়ডস হয়ে যায়।
তার বেলা কী ঘটে? যেহেতু, আপনার মাসিক চক্রটি ছোট দৈর্ঘ্যের, তাই স্বভাবতই আপনার ওভ্যুলেশনও আগে হবে। এবার আপনি পিরিয়ডসের শেষের দিকে অর্থাৎ ৫ দিনে সহবাস করলেন। স্পার্ম বা শুক্রাণু আপনার শরীরে বহাল তবিয়তে ২-৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু আপনার ওভ্যুলেশন আগে আগে হয়, তাই পিরিয়ডস শুরু হওয়ার থেকে ১০ দিন পরে যদি আপনার ওভাম নিঃসরণ হয়, তা হলে এক্ষেত্রে সেখানে আগে থেকেই স্পার্ম উপস্থিত থাকবে। এবং ওভাম নিষিক্ত হয়ে যাবে। অর্থাৎ, আপনি কনসিভ করবেন ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us