নিউজ ডেস্কঃ মুকুন্দলাল পৌরবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। শনিবার বিকেলে মালদা শহরের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভার। করোনা মোকাবিলায় আগামীতে কীভাবে বাজার-হাট জীবাণুমুক্ত করা হবে ব্যবসায়ীদের মধ্যে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি করা হয় উজ্জ্বল সাহাকে। অন্যদিকে সম্পাদক নির্বাচিত হন হরেন চৌধুরী।