New Update
/anm-bengali/media/post_banners/Uc9elcnvNKE1o3ShGqri.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবি ডিভিলিয়ার্স ২২ গজ থেকে চিরতরে বিদায় নিলেন। ডিভিলিয়ার্সের উদ্দেশ্যে রোহিত শর্মা এদিন এক মর্মস্পর্শী লেখা লেখেন সামাজিক মাধ্যমে। তিনি লেখেন, "ক্রিকেটে এবি যে ছাপ রেখেছেন তা অনেকেই রাখতে পারেননি। অন্য প্রান্ত থেকে ওর খেলা দেখা ছিল আনন্দের। সুখময় হোক ওর অবসর।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us