নিজস্ব সংবাদদাতা : গোয়ায় চলছে পালাবদল। শুক্রবারের পর শনিবারেও এক ঝাঁক নেতা-নেত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁরা সকলেই কংগ্রেস কর্মী ছিলেন। শনিবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফেলেইরো ও গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্রর হাত ধরে তৃণমূলে যোগ দেন উত্তর গোয়া জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্কর ফড়ে, রুদ্রাহা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী মীণাক্ষী মেগু নায়েক ও গোয়ার যুব কংগ্রেস নেতা নীতেশ পণ্ডিত।