ধর্না মঞ্চে গিয়ে এসএসসি-র বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার

author-image
Harmeet
New Update
ধর্না মঞ্চে গিয়ে এসএসসি-র বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতাঃ  মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও হয়নি চাকরি। অবিলম্বে নিয়োগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে অনশন করছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে রাস্তায় এসে বসেছেন তাঁদের পরিবারের সদস্যরাও। এবার সেই ধর্না মঞ্চে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৈধভাবে যাতে দ্রুত এই প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ হয়, সেই দাবিই তুলেছেন তিনি। এ দিন ধর্না মঞ্চে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘তালিকা লঙ্ঘন করে নিয়োগে দুর্নীতি হয়েছে। গ্রুপ ডি মামলায় আদালতের বক্তব্যই প্রমাণ করেছে, এসএসসি আসলে শুধু ঘুঘুর বাসাই নয়, এসএসসি টাই পুরোপুরি তুলে দেওয়া উচিৎ।’ তিনিও যেহেতু একসময় এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন, তাই চাকরি প্রার্থীদের মনোকষ্টটা তিনি বুঝতে পারছেন বলে উল্লেখ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘আমি নিজে এইরকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমারও মনোকষ্ট ছিল। তাই আমি বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না।’ সুকান্তর কথায়, এনাদের দাবি সম্পূর্ণ বৈধ। দ্রুত স্বচ্ছতার সঙ্গে এদের নিয়োগ হওয়া উচিত।