New Update
/anm-bengali/media/post_banners/jcXyKPb820dZm3de9CUz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওলে গানার সোলস্কজার এদিন বলেন, মানুষ আজও তার পাশে আছে। সেটা তিনি যাচাই করে নিয়েছেন ওয়ার্টফোর্ডের সঙ্গে যেদিন ইউনাইটেডের খেলা হয় সেদিনই। তিনি এও বলেন এমন এক গুরুত্বপূর্ণ সংঘর্ষে যাওয়ার সময় তার সঙ্গে এখনও বোর্ড ও খেলোয়াড়দের সমর্থন রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us