নিজস্ব সংবাদদাতাঃ বেহাল অবস্থা কলকাতা পুরসভার কোষাগারের। পরিস্থিতি এতটাই খারাপ যে গত দু'বছরে পুরসভার আয়ের উৎস প্রায় চোখে দেখা যায় না বললেই চলে। অতিমারীর কারণে পুরসভার বিভিন্ন বিভাগে কমেছে কর সংগ্রহের পরিমাণ। বিশেষ করে সাফাইয়ের ফি আদায় প্রায় বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় কর্মীদের বেতন মেটানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।