'উত্তেজনা'-র কালোবাজারি

author-image
Harmeet
New Update
'উত্তেজনা'-র কালোবাজারি





নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ২বছর পর প্রাণ ফিরে পেতে চলেছে ইডেনের মাঠ। আগামীকাল এই মাঠেই হবে নিউজিল্যান্ড বনাম ভারত সিরিজের তৃতীয় ম্যাচ। আর কলকাতার বুকে খেলা হবে আর হুজুকে বাঙালির উত্তেজনা থাকবে না তা হয় নাকি? অনলাইনে টিকিট শেষ। বিক্রি হচ্ছে না অফলাইনেও। তাই শুরু হয়ে গিয়েছে টিকিট ব্ল্যাক করা। ইডেনের সামনেই টিকিট ব্ল্যাক হচ্ছে তিন থেকে চারগুণ বেশী দামে। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি সিএবি-র।