বিস্ফোরণে উড়ল রেললাইন!

author-image
Harmeet
New Update
বিস্ফোরণে উড়ল রেললাইন!

নিজস্ব সংবাদদাতা : বিস্ফোরণে উড়ল রেললাইনের কিছু অংশ। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ ডিভিশনে। গারওয়া রোড ও বারকানা সেকশনের মাঝে এই বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে মাওবাদীদের হাত রয়েছে বলেই অনুমান পুলিশের। হতাহতের কোনো খবর নেই।