বেলেঘাটায় মহিলার দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
বেলেঘাটায় মহিলার দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ বেলেঘাটার হরমোহন ঘোষ লেন থেকে বছর পঞ্চাশের এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই মহিলার সঙ্গে মেয়ে-জামাইয়ের একটা পারিবারিক অশান্তি চলছিল। এরই মধ্যে এদিন সকালে মৃতদেহ উদ্ধার হয়। বেলেঘাটা থানা এলাকার হরমোহন ঘোষ লেনের এক বহুতলের তিনতলায় থাকতেন অঞ্জলি দে। শনিবার সকালে এই ফ্ল্যাট থেকে ঢিল ছোড়া দূরতে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারাই প্রথম অঞ্জলিদেবীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা খবর দেন থানায়। একটি কাঠের পাটাতনের উপর দেহটি পড়েছিল। সঙ্গে সঙ্গে বেলেঘাটা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসলেই এই মৃত্যুর আসল কারণ সামনে আসবে।