New Update
/anm-bengali/media/post_banners/GH4uiILeE2DUmOBPsNnP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এমনিতে দিলীপ ঘোষের ‘আগলহীন’ কথাবার্তা নিয়ে প্রায়শই চর্চা হয়। তবে ঘনিষ্ঠমহলে ‘রসিক’ হিসাবেও দিলীপ ঘোষের পরিচিতি নেহাত কম নয়। কারও কোনও কথার জবাবে বিজেপির এই সাংসদ এমন কিছু বলে দিতে পারেন যা নিয়ে ছুটতে পারে হাসির ফোয়ারা। তাঁকে খুব কাছ থেকে যাঁরা দেখেন, তাঁরা এমনই বলেন। কৃষি আইন প্রত্যাহারের পরের দিনই, শনিবার সকালে এরকমই এক ছবি দেখা গেল নিউটাউনের ইকোপার্কে। প্রাতভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখোমুখি রাজারহাট নিউটাউনের তৃণমূল যুব সভাপতি আফতাব উদ্দিন। পরস্পরকে সুপ্রভাত জানালেন। তৃণমূলের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশ্যে খেলা হবে স্লোগান দিলে পাল্টা দিলীপ ঘোষের কটাক্ষ , খেলা হবে ত্রিপুরায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us