নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে এবার বড়সড় কোপ পড়ল। সরকারের হাতে পুঁজি না থাকার কারণে একাধিক ওষুধকে ‘ব্লক’ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। রাজ্যে বিনামূল্যে ওষুধ সরবরাহের জন্য বছরে বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা। খরচ কমাতে এবার দামী এবং কার্যকর বেশ কিছু ওষুধ তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে। এর মধ্যে রয়েছে নেফ্রোলজি, ডায়াবেটিস, হেমাটোলজি, এমনকি ক্যানসারের ওষুধও।