বরখাস্ত শিয়ালদার হেড TTE

author-image
Harmeet
New Update
বরখাস্ত শিয়ালদার হেড TTE


নিজস্ব সংবাদদাতাঃ কর্তব্যরত অবস্থায় পকেট থেকে উদ্ধার হয়েছিল ১ লক্ষ ৫৩ হাজার টাকা। শিয়ালদা স্টেশনের হেড TTE-কে সরাসরি বরখাস্ত করল পূর্ব রেল। টাকার উৎস জানাতে না পারায় তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। একই কারণে বরখাস্ত হয়েছেন শিয়ালদা স্টেশনের সিনিয়র TTE প্রসূন বিশ্বাস।