মদনের গলায় এবার 'আকাশ ভরা সূর্য তারা'

author-image
Harmeet
New Update
মদনের গলায় এবার 'আকাশ ভরা সূর্য তারা'

নিজস্ব সংবাদদাতাঃ  নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে এবার তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত। আকাশ ভরা সূর্য তারা , ফাগুন লেগেছে বনে বনে ও আরও দুটি গান। বুধবারই মধ্যমগ্রামের প্রশাসনিক মঞ্চ থেকে মদন মিত্রকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক স্টুডিওয় রেকর্ড হল মদন মিত্রর গান। দলনেত্রীর নির্দেশ শিরোধার্য। ২৪ ঘণ্টাও কাটল না। ৪-টে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এরপরই মদন মিত্র বলেন, উনি পরশু ফোন করেছিলেন, নস্টালজিয়া জাগিয়ে দিয়েছেন। বিধানসভা ভোটের আগে গেয়েছিলেন ও লাভলি! মদন মিত্রর রঙিন হিট! এবার দলনেত্রীর নির্দেশে টেস্ট চেঞ্জ। সব দেখে শুনে আপাতত কামারহাটির তৃণমূল বিধায়কের ফ্যান-ফলোয়াররা একটাই কথা বলছেন, ওহ্ লাভলি!