বিশ্বমঞ্চে যৌথ নীতির প্রস্তাব মোদির

author-image
Harmeet
New Update
বিশ্বমঞ্চে যৌথ নীতির প্রস্তাব মোদির

নিজস্ব সংবাদদাতাঃ  বিটকয়েন যেন খারাপ হাতে না পরে, বিটকয়েনের ফলে কোনো ভাবেই যেন ক্ষতি না হয় যুব সমাজের। আন্তর্জাতিক মঞ্চে পৃথিবীর সব গণতন্ত্রকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বিশ্বের সমস্ত দেশের যৌথভাবে বিটকয়েন সংক্রান্ত একটি নীতি নির্ধারন করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, “যে কোনও ক্ষেত্রেই রাষ্ট্রের তথা জনস্বার্থের দিকটি গুরুত্বের সঙ্গে দেখা উচিত আমাদের। এইসঙ্গে উৎসাহ দেওয়া উচিত বাণিজ্যে বিনিয়োগের দিকটিকেও।” মোদি বলেন, “উদাহরণ হিসেবে বিটকয়েনের কথাই বলা যায়। এই ক্ষেত্রে সমস্ত গণতন্ত্রের একজোট হয়ে নিশ্চিত করা উচিত, যাতে করে বিটকয়েনের বিষয়টি খারাপ হাতে না পড়ে, যা আমাদের যুব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।”  বিটকয়েনের অনিয়ন্ত্রিত বাজারের লাভ তুলতে পারে অপরাধ চক্র। সন্ত্রাসবাদে অর্থ যোগানের ক্ষেত্রেও বিটকয়েনকে হাতিয়ার করা হতে পারে, গত সপ্তাহেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।