গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

author-image
Harmeet
New Update
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

 নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বরঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার রামনগর এলাকায় । মৃতের নাম রেনুকা বাদ্যকর (২৩ ) । স্থানীয় সূত্রে জানা গেছে , বছর দুয়েক আগে কেন্দ্রা এলাকার বাসিন্দা রেনুকা বাদ্যকরের বিয়ে হয় পার্শ্ববর্তী রামনগরের ধাওড়া এলাকায় সমীর বাদ্যকর (ছোটকা )-এর সাথে। দম্পতির ছ'মাসের একটি সন্তান রয়েছে । মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে ঝোলা অবস্থায় রেনুকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । রেনুকা আত্মহত্যা করেছে বলে দাবি শ্বশুরবাড়ির লোকেদের । এই দাবি করে তৈরি হয়েছে রহস্য । রেনুকাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে পাল্টা দাবি করেন মৃতের দাদা বিশু বাদ্যকর । তার অভিযোগ, 'অন্য মেয়ের সঙ্গে জামাই সমীরের অবৈধ সম্পর্ক রয়েছে । সম্পর্কের কথা জানার পর আমার বোন প্রতিবাদে সরব হয়েছিল । এর জন্য আমার বোনকে প্রায় মারধোর করা হতো ।' পথের কাঁটা সরাতেই বোনকে হত্যা করা হয়েছে বলে বিশু বাবুর দাবি । বুধবার রাতে বাপের বাড়ির পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় । তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে খবর । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।