'পা চেটে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা'

author-image
Harmeet
New Update
'পা চেটে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা'

নিজস্ব সংবাদদাতাঃ 'পা চেটে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা' । এমনটাই মন্তব্য করলেন শিবসেনা সাংসদ কৃপাল তুমানে। বুধবার বলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন, গান্ধীজী এবং অন্যান্যরা নেতাজিকে ব্রিটিশদের হাতে তুলে দিতে রাজি ছিলেন। অভিনেত্রীর এঝেন মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। তাঁর এহেন মন্তব্যের কড়া নিন্দা করে সাংসদ কৃপাল তুমানে বলেন, 'মহাত্মা গান্ধীজী যদি ক্ষমতার লোভী হতেন, তাহলে তিনি সেই সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারতেন। দিল্লির সমস্ত এমএ এবং বিধায়করা খুব ভাল করেই জানেন যে কঙ্গনা রানাউত কার পা চেটে পদ্মশ্রী পেয়েছেন।'