নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে আবারও বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮৬২ জন। গতকাল ১৪ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই সংখ্যা কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থ হয়েছেন ৮৩০ জন। তবে পজিটিভিটি রেট বা সক্রিয়তার হার একধাক্কায় কমেছে অনেকটাই। গতকাল সক্রিয়তার হার ২.২১ শতাংশ। আজ তা নেমেছে ২-এর নীচে।