এবার পালা ভারতের

author-image
Harmeet
New Update
এবার পালা ভারতের



নিজস্ব সংবাদদাতাঃ জয়পুরের মাটিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ১৬৪ রান ২০ ওভারে ছিনিয়ে নেয়। এবারে পালা ভারতের। মাঠে নামলেন হিটম্যান ও কেএল রাহুল। বর্তমানে রাহুল ৭ রান করে এবং তার সঙ্গে ৪মারে। বর্তমানে ১.৩ ওভারে ৮ রান করেছে ভারত।