/anm-bengali/media/post_banners/OtdlNAWW7l6GcHcHM3dA.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ বুধবার ভোর রাতে ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক চালক,আহত ২। অপর দিকে দাসপুরের খুকুড়দহ এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভোর নাগাদ যাত্রীবাহী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেট্রিক খুঁটিতে দ্রুত বেগে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হয় চালক সহ এক যাত্রী।পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে।অপর দিকে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ঘাটালের রানীরবাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১ জনের,২ জন গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।ঘাটাল থানার পুলিশ জানায়,মৃত বাইক চালকের নাম শুভ জানা(২৮),বাড়ি দাসপুর থানা এলাকায়।আহত দুই ব্যক্তি হলেন সুমন চক্রবর্তী তার বাড়ি দাসপুর থানা এলাকায় অপরজন অংশুমান বেরা তার বাড়ি ঘাটালে। স্থানীয় সূত্রের খবর,ওই তিনজন ব্যক্তি একটি বাইকে করে চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিলেন আচমকাই ঘাটালের রানীরবাজার মোড়ে বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিনজনেই।ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়,বাকি আহত দুই ব্যক্তিকে ঘাটাল থানার পুলিশ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us