New Update
/anm-bengali/media/post_banners/XN4p7XcqtCBEw4xmqU3i.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ বুধবার সকালে আসানসোলে গুরু নানাকজি'র জন্মবার্ষিকী পালন উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও অখন্ড পাঠ হল। বুধবার সকালে আসানসোলে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকজি'র ৫৫২তম জন্মবার্ষিকী উৎসব (প্রকাশ উৎসব) পালন উপলক্ষে বের করা হয় এক সুসজ্জিত শোভাযাত্রা। শহরের গোধূলি রোডের গুরুদোয়ারা থেকে শুরু হয়ে নগর কীর্তন সহযোগে এই শোভাযাত্রা এসে শেষ হয় রামবন্ধু তালাওয়ে গুরুনানক কমিউনিটি সভাগৃহের সামনে। এখানে এরপর শুরু হয় অখণ্ড পাঠ। তিনদিন ধরে এই প্রকাশ উৎসব চলবে। মূল অনুষ্ঠান হবে ১৯ নভেম্বর। এদিনের শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠানে শিল্পাঞ্চলের শিখ সমাজের বহু মানুষ যোগ দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us