দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা খড়গপুরে

author-image
Harmeet
New Update
দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা খড়গপুরে

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ আবারও এক বৃদ্ধ মহিলার হার ছিনতাই করে বাইকে করে চম্পট দিল দুষ্কৃতীরা । গত ১২ নভেম্বর খড়গপুর শহরের মথুরা কাঠি এলাকায় দুই মহিলাকে টার্গেট করে সোনার হার ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার কিনারা হতে না হতে চারদিন পর আবার খড়গপুরে এক বৃদ্ধ মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । ওই বৃদ্ধ মহিলার নাম হেমলতা বলে খবর। গোটা ঘটনার তদন্তে নেমেছে খরগপুর টাউন থানার পুলিশ। তবে পরপর এই চুরির ঘটনা পুলিশের চিন্তা বাড়িয়েছে, প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়েও ।