বিরাট-হীন ম্যাচ

author-image
Harmeet
New Update
বিরাট-হীন ম্যাচ



নিজস্ব সংবাদদাতাঃ আজ নিউজিল্যান্ড বনাম ভারত জয়পুরের মাঠে নামতে চলেছে। আজ থেকেই শুরু হবে টি২০ সিরিজ। যেখানে থাকবে না বিরাট কোহলি। প্রথম কোনো ম্যাচ ভারতীয়দের কাছে যে ম্যাচে বিরাট নেই। পুরো ম্যাচটা পরিচালিত হবে রোহিত শর্মার অধিনায়কত্বে।