New Update
/anm-bengali/media/post_banners/A8cnbnHQhrNzhvZwBvQL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফিফার খাতায় নাম তোলানোর খেলা ছিল। প্রথম থেকেই আক্রমণাত্মকভাবেই খেলছিল ব্রাজিল। দুই দলই শূন্যতে ম্যাচ ড্র করলেও আর্জেন্টিনা উঠে যায় ফিফার খাতায়। কিন্তু এমন মরা- বাঁচার লড়াইয়ে নেইমার ব্রাজিলের পাশে এদিন থাকতে পারলেন না। জানা গিয়েছে মারাত্মক চোটের কারণে মাঠে নামতে পারেননি নেইমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us